আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ডেভেলপের কাজ চলছে। খুব শীঘ্রই তথ্য হালনাগাদ করা হবে।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
“রইব না আর ঘরের কোণে, বাহির হব দূর ভুবনে”
কুড়িগ্রাম জেলার অন্তর্গত বাংলাদেশের ঐতিহ্যবাহী সু-পরিচিত চিলমারী বন্দরের উত্তরে সবুজ শ্যামলের সমারোহ চারদিকে ফসলি জমি দ্বারা আবৃত এক নান্দনিক পরিবেশে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, শিক্ষার সুতিগাঁথা ঐতিহ্যবাহী আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান কাঁচকোল হাট মহিরুননেছা উচ্চ বিদ্যালয়। যার পূর্বপাশ দিয়ে বয়ে গেছে বিখ্যাত ব্রহ্মপুত্র নদ । বর্তমান বিশ্ব এখন জ্ঞান বিস্তারে এগিয়েছে অনেকটা । ধুনিক তথ্যপ্রযুক্তি অত্যাধুনিক ধারায় সিক্ত করেছে নিজেদেরকে । পিছিয়ে নেই আমরাও তাই বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মান করার ক্ষেত্রে আমারাও দৃঢ় প্রত্যয়ী। আমরাও চাই শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর জনগোষ্ঠীর কাছে আমার প্রিয় প্রতিষ্ঠান কাঁচকোল মহিরুননেছা উচ্চ বিদ্যালয়কে পরিচয় করিয়ে দিতে। তাই আমাদের ওয়েবসাইটটি উন্মক্ত করে ছড়িয়ে দিতে চাই সর্বত্র । এর ফলে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সু-সম্পর্ক তৈরি হউক। এছাড়া আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক, শুভাকাঙ্কখী ,মহৎপ্রাণ ব্যক্তিগন তাদের প্রিয় প্রতিষ্ঠানের, ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতি,ধর্মীয় মূল্যবোধ, নীতি নৈতিকতার গুণাবলী এবং শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য বিভিন্ন অর্জন বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে রোমান্টিক হবেন। দূর থেকে আমাদেরকে আন্তরিকতার বন্ধনে আবদ্ধ করবেন।
“সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।“
মোঃ শাহ আলম (চাঁদ)
বিএস,সি(গণিত),বিএড(প্রথম শ্রেণি) এম,এ (ইতিহাস)
প্রধান শিক্ষক
কাঁচকোল হাট মহিরুননেছা উচ্চ বিদ্যালয়।
চিলমারী, কুড়িগ্রাম।